যশোরের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, নাগরিক সেবা প্রদানে তিনি সর্বদা কাজ করছেন। তার দ্বার সবার জন্য উন্মুক্ত। তার রুমে প্রবেশের জন্য সেবা গ্রহিতার পারমিশনেরও দরকার নেই। এ কর্মকান্ডে তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়ে বলেন, যে কোন অনিয়মে সংবাদ প্রকাশে তার দ্বিমত নেই, তবে সংবাদ প্রকাশের আগে তাকে অবহিত করে প্রতিকারের সুযোগ দিলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।