• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

যশোরে ডিমের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান ; এক লাখ ৭০ হাজার জরিমানা

রিফাত আহম্মেদ / ৭৩ বার দেখা হয়েছে
সর্বশেষ : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

যশোরে ডিমের বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ে নামে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। সোমবার এ অভিযানে সরকার নির্ধারিত দামের অধিক মূল্যে ডিম বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে মুরগির ডিমের দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার। উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা। খুচরায় ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রির সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে ভোক্তা পর্যায়ে প্রতি ডজন কিনতে খরচ হবে ১৪২ টাকা ৪৪ পয়সা। নির্দেশনা ছিল ১৬ অক্টোবর থেকেই তা কার্যকর হবে। তবে বাজারে ডিম বিক্রি চলছিল ব্যবসায়ীদের মর্জি মাফিক।

দুপুর সাড়ে ১২টায় কাঠেরপুল থেকে শুরু করে বড় বাজারের বিভিন্ন দোকানে অভিযান  চালান তিনি। এ সময় সরকার নির্ধারিত দামের অধিক মূল্যে ডিম বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৭(২) ধারানুযায়ী বড় বাজারের  পাইকারি বিক্রেতা মায়ের দোয়া  ডিম হাউজের মালিক শেখ কুদ্দুস কে পাঁচ হাজার টাকা, খালধার  রোড আনিছ ডিম ঘরের মালিক আনিছ হোসেন কে ১৫ হাজার টাকা  এবং উৎপাদন কারী প্রতিষ্ঠান আফিল গ্রুপ কে এক লাখ টাকা ও চাঁদ এগ্রো লিমিটেড কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম বলেন, সরকার উৎপাদক পর্যায়ে প্রতিটি ডিম ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা এবং খুচরায় ১১ টাকা ৮৭ পয়সায় বিক্রির যে দর নির্ধারণ করে দিয়েছে বাজারে সেভাবেই বিক্রি করতে হবে। কারসাজি করে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা করা হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। বাজার মনিটরিং চলমান প্রক্রিয়া। এটি অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে এ তদারকি সবজি বাজারেও করা হবে বলে তিনি জানান।

অভিযানকালে যৌথবাহিনী যশোরের দায়িত্বপ্রাপ্ত সেনাকর্মকর্তা মেজর সাব্বির,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন, ক্যাব যশোরের সদস্য আব্দুর রাকিব সরদার অপু, জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সদস্যবৃন্দসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, জেলা প্রশাসকের নির্দেশনানুযায়ী  আগামী কাল থেকে সকল উপজেলায় বাজার মনিটরিংয়ের এ অভিযান শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...