• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে এইচপিভি প্রতিরোধে টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

রিফাত আহম্মেদ / ১৬৩ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

হিউম্যান প্যাপিলোনা ভাইরাস (এইচপিভি) টিকাদান কার্যক্রম সম্পর্কে অবহিতকরণে যশোরে জেলা তথ্য অফিসের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ, ইউনিসেফ খুলনা ফিল্ড অফিসের এসবিসি কনসালটেন্ট সুফিয়া আক্তার, যশোর গার্লস গাইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চাঁদ সুলতানা। কর্মশালায় এইচপিভি টিকা গ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন ওয়ার্ল্ড হেলথ অর্গনাইজেশন যশোরের সারভাইলেন্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার  ডাক্তার সামিনা পারভীন।

কর্মশালায় বক্তারা বলেন, আগামী ২৪ অক্টোবর থেকে ঢাকা বিভাগ বাদে সাত বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম থেকে নবম শ্রেণি ও সমমানের ছাত্রী এবং ইপিআই নির্ধারিত টিকাদান কেন্দ্রে ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূত কিশোরীদের এক ডোজ  এইচপিভি টিকাদান প্রদান করা হবে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে মোট ১৮দিন টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও ইপিআই স্থায়ী কেন্দ্রসমূহে এ কার্যক্রম চলবে। শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম-৯ম শ্রেণীর ছাত্রীরা টিকা পাবে। কেউ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা নিতে অসমর্থ হলে তারা স্থায়ী কেন্দ্রে টিকা নিতে পারবে। এছাড়া স্থায়ী কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরাও টিকা গ্রহণ করতে পারবে। পরবর্তী আটদিন নিয়মিত ইপিআই স্থায়ী ( জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) ও অস্থায়ী ( বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের টিকাদান কেন্দ্র) টিকাদান কেন্দ্রের মাধ্যমে কমিউনিটির ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের টিকা প্রদান করা হবে। তবে এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে বাদ পড়া ৫ম-৯ম শ্রেণীর ছাত্রীরাও টিকা নিতে পারবে। শুরুতে এ কার্যক্রম সাতটি বিভাগের নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণীতে অধ্যয়নরত কিশোরীরা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ওই কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করা যাবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আহসান হাবীব পারভেজ। কর্মশালায় জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান, রমজান আলীসহ যশোরের আট উপজেলা থেকে নির্বাচিত শিক্ষার্থী, শিক্ষক, গার্লস গাইড ও স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর পূর্বে গণসচেতনতায় ভিডিও প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...