ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে যশোরে বিপ্লবী ছাত্রজনতার গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আন্দোলনকারী ছাত্র-জনতারা। মঙ্গলবার বিকেলে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ বিপ্লবী জনতারা। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু করে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড় ঘুরে পুনরায় যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও গনজমায়েতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান, ছাত্র নেতা জেসিনা মুর্শীদ প্রাপ্তি,নূর ইসলাম, মাসুম বিল্লাহ, জান্নাতুল ফোয়ারা অন্তরা, আকাশ হাসান বিজয়, আল ফাত্তাহ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান তুলে রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মিথ্যাচার করেছে। অবিলম্বে তারা রাষ্ট্রপতি পদত্যাগের হুশিয়ারী দেন। একইসাথে আওয়ামী লীগসহ তার অঙ্গসংগঠন সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।