যশোরের কেশবপুরে বুধবার কৃষকদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য দেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল আলম। কর্মশালায় ২০২৪-২৫ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি স¤প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠনে অবহতিকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করা হয়। মজিদপুর ইউনিয়নের ১২৫ জন কৃষক কর্মশালায় অংশগ্রহণ করেন।