‘পানি সরাও মানুষ বাঁচাও’ শ্লোগানে কেশবপুরের বিলের পানি নিষ্কাশনসহ সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে বুধবার বিকেলে পাঁজিয়া বাজার চত্বরে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ বিলের পানি নিষ্কাশনের জন্য জমির মালিকদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার মকবুল হোসেন মুকুল।
সভায় বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈদ্যনাথ সরকার, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনজুর রহমান, সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজজামান খান, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,হরি ঘ্যংরাইল পানি নিষ্কাশন কমিটির সভাপতি মহির উদ্দিন বিশ্বাস, ঘের ব্যবসায়ী দীন মোহাম্মদ খীরু,আকবর হোসেন, পরেশ চন্দ্র মন্ডল, তুহিন হোসেন, এম এ,হালিম, মাহাবুর রহমান, ওজিয়ার বিশ্বাস, সরোয়ার উদ্দীন, সাবেক মেম্বর সিরাজুল ইসলাম, শিক্ষক আদিত্যসরকার প্রমুখ।
সভায় দ্রুত পানি নিষ্কাশনের জন্য সেচ প্রকল্প বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।