যশোরে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম। মিস্টিমুখ,ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের পাশাপাশি দিয়েছেন ভালো মানুষ হবার দীক্ষা। সামাজিক দায়বদ্ধতায় সচেতনতামূলক পরামর্শে উজ্জীবিত হন শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১২ টায় শহরের পৌর পার্কের মাঠে এ সংবর্ধনা ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলামের হাতে গড়া সংগঠন সচেতন সামাজিক সংস্থা (সাসস) । সংগঠনের যশোর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন যশোরের বিভিন্ন কলেজ থেকে উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থী।
সাসস জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার মীর মঈন হোসেন মুসা, ছাত্র সমাজ এম কলেজ এর সমন্বয়ক দেবব্রত দাস। অনুষ্ঠান পরিচালনা করেন সাসস জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ।