যশোরের কেশবপুরে বাবলু ঘোষ (৪৪) নামের এক মুদি ব্যবসায়ীর লাশ শ্মশান থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার বায়সা শ্মশান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। বাবলু ঘোষের বাড়ি উপজেলার বায়সা গ্রামে। কেশবপুর শহরে তাঁর মুদিদোকান ছিল। পাশাপাশি বিভিন্ন কোম্পানির ডিলার ছিলেন তিনি।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে বাবলু ঘোষ গ্রামের বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার ভোরে বায়সা শ্মশানে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাঁরা তাঁর পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
বাবলু ঘোষের ভাই মন্টু ঘোষ বলেন, তাঁর দাদা (বাবলু) ঋণগ্রস্ত ছিলেন। এ জন্য তিনি হতাশ ও অবসাদগ্রস্ত ছিলেন। তবে তিনিও বিভিন্ন লোকের কাছে বড় অঙ্কের টাকা পেতেন।
কেশবপুর থানার উপপরিদর্শক লিটন কুমার দাস সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তির ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।