• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন

কামারখন্দে চুরির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৭২ বার দেখা হয়েছে
সর্বশেষ : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের কামারখন্দে ইউপি সদস্য কোরবান আলীসহ তার দুই সহযোগীকে চুরির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার কোনাবাড়ি এলাকা থেকে কামারখন্দের থানার পুলিশ কোরবানকে গ্রেপ্তার করে। বাকি দুজনকে উপজেলার জামতৈল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্য নুর মোহাম্মাদের ছেলে ও উপজেলার ঝাঐলের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য। বাকি দুজন টাঙ্গাইল জেলার কালিহাতী থানার মোহাম্মদ আইয়ুব আলীর খানের ছেলে মোহাম্মদ সজিব (১৯), সিরাজগঞ্জ জেলার সদর থানার কান্দাপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে রাসেল খা।

পুলিশের সূত্রে জানা যায়, ইউপি সদস্য কোরবান আলীর বিরুদ্ধে অস্ত্র,ডাকাতি, মাদক ছিনতাই ও চুরিসহ প্রায় ২৪ টি মামলা রয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ২৪ তম চুরির মামলায় কোরবান আলীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...