যশোরের বাঘারপাড়ায় দেশীয় অস্ত্রসহ ইমরান হোসেন নামে এক যুবককে যৌথবাহীনি গ্রেফতার করেছে। ইমরান বাঘাপাড়া উপজেলাধীন নারিকেলবাড়ীয়া ইউনিয়নের দয়ারামপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে,নিয়মিত যৌথবাহিনীর অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার গভীর রাতে ইমরানের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় তার শোয়ার ঘর থেকে তিনটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
থানার ওসি আব্দুল আলিম জানিয়েছে , বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে থানায় বাঘারপাড়া মামলা হয়েছে।