• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

কেশবপুরে কৃষকদলের দলের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতার মতবিনিময়

উৎপল দে,কেশবপুর / ১২৪ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

যশোরের কেশবপুর কৃষক দলের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। আজ শনিবার সকালে উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপজেলা কৃষক দলের সদস্য সচিব কেএম আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস।
এছাড়া বক্তব্য রাখেন ত্রিমোহিনী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মহির উদ্দিন, সাগর দাঁড়ী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জালাল উদ্দিন, বিদ্যানন্দ কাটিং ইউনিয়ন কৃষক দলের সভাপতি আফছার শেখ, মঙ্গল কোট ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশরাফ সরদার, সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান, পাজিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইকবাল হোসেন, সুফলাকাটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইউপি সদস্য কালাম শিকদার, সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম, হাসানপুর কৃষক দলের সভাপতি আবু হাসান প্রমূখ। এ সময় উপজেলা ও ১১টি ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অফিস উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...