যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনকে আটক করেছে যৌথবাহিনী। রোববার বিকালে রায়পুর রাজারে তার ঔষধের দোকান থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ২০১৮সালের ২৭ ডিসেম্বর রাতে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের ধলগাঁ রাস্তা মোড়ে দোকান লুটপাট, বিএনপির অফিসে আগুন ও মারপিটের ঘটনায় বিল্লাল হোসেনকে আটক করা হয়। একই মামলায় শনিবার রাতে শফিকুর রহমান জয় নামে এক ফুটবলারকে আটক করেছে যৌথ বাহিনী। সে দোহাকুলা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।
বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বিল্লাল হোসেন ও জয়কে আটকের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।