• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

যৌথবাহিনীর অভিযানে চুড়ামনকাটির ত্রাস বাদল আটক

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি / ৯৯ বার দেখা হয়েছে
সর্বশেষ : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহু অপকর্মের হোতা বর্তমানে সাময়িক বহিস্কারকৃত নিরাপত্তা প্রহরী চুড়ামনকাটি ইউনিয়ন যুবলীগের ক্যাডার একাধিক মামলার আসামী বদিউজ্জামান বাদলকে শনিবার রাতে যৌথবাহিনীর সদস্যরা আটক করেছে বলে জানা গেছে। বাদলের আটকের খবরে ক্যাম্পাসসহ এলাকাবাসীর মধ্যে আনন্দ উল্লাস দেখা গেছে।

বাদলের পিতা চুড়ামনকাটি ইউনিয়নের শ্যামনগর গ্রামের আরশাদ আলী ওরফে আষাড়ে জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে যৌথবাহিনীর সদস্যরা বাদলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা বাদলকে আটক করে নিয়ে যায়। তবে কি কারণে বাদলকে আটক করা হয়েছে এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যালয়ে চতুর্থ শ্রেনীর নিরাপত্তা প্রহরী পদে চাকুরি করেন। চাকুরি জীবনে তিনি একাধিকবার বিভিন্ন অপরাধের জন্য সাময়িক বহিস্কার হন। পরে রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে তদন্ত রিপোর্ট পক্ষে এনে সে আবারো চাকুরিতে বহাল হয়। বর্তমানে সে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...