যশোর সদর উপজেলা চুড়ামনকাটি বাজারে সড়ক দূর্ঘটনায় ইব্রাহীম হোসেন নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। দুপুর ১২টার সময় চুড়ামনকাটি বাজারের ব্র্যাক অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামের মফিজুর রহমানের ছেলে ইব্রাহীম হোসেন তার বন্ধু দোগাছিয়া গ্রামের মোহাম্মদ ইয়াছিনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে আসছিলেন। ব্র্যাক অফিসের সামনে আসলে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইব্রহীম হোসেন মৃত বলে ঘোষণা করেন। তবে আহত মোহাম্মদ ইয়াছিনের অবস্থা কিছুটা ভালো বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। তারা দু’জনই কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের ছাত্র।