রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সোমবার সকালে এ রিট দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। সদ্য ক্ষমতাচ্যুত এ দলটি যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে সে ব্যাপারে নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে।
জুলাই ও আগস্টে গণহত্যা চালানোর অভিযোগ এনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা চেয়ে আদালতে এ রিট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় তারা রিট আবেদন করেন। মঙ্গলবার রিটের ওপর শুনানি হতে পারে।