কেশবপুর পৌরসভার উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে কেশবপুর পৌরসভা হতে বর্ণাঢ্য র্যালি শহরে প্রদক্ষিণ করেছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জাকির হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, নির্বাহী প্রকোশলী নুর মোহাম্মদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা বি এম মোফাজ্জেল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মফিজুর রহমান, কেশবপুর পৌর কারিগারি ও বাণিজ্য কলেজের অধ্যক্ষ অসীম ঘোষ, পৌরসভার কর আদায়কারী পলাশ সিংহ, স্যানিটারি ইন্সপেক্টর সুজয় বিশ্বাস, প্রভাষক জাকির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, সাংবাদিক এস আর সাঈদ,নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প( IUGIP).সিডিএ নবণীতা হালদার, পৌরসভার বাজার পরিদর্শক মিজানুর রহমান, লাইসেন্স পরিদর্শক মাসুদুজ্জামান, লালন শেখ প্রমূখ।