যশোরের মনিরামপুরে বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টারের আয়োজনে দিন ব্যাপী খুলনা বিভাগীয় উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ও বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের সার্বিক সহযোগিতায় উপজেলার রাজগন্জ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক রেফারী দীন ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি সিহান মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক বিজয় বাংলাদেশের ব্যবস্হাপনা সম্পাদক ও ট্রননেস্ট কমিটির চেয়ারম্যান মনিরুজ্জামান। অনুষ্ঠানে বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের সহসভাপতি শিহান শেখ ওয়াজেদ আলী সিন্টু,বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের সহসাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বেলাল,আস্তাক আহাদ খান,দ্বীন ইসলাম, তারেক জেড, সাবাতের (ফ্রেঞ্চ বক্সিং) আন্তর্জাতিক রেফারি ও জাতীয় কোচ তবিবুর রহমানসহ কারাতে ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কারাতে মাষ্টারসহ স্হানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রতিযোগিতায় স্বাগতিক যশোরসহ খুলনা, রাজশাহী, রাজবাড়ী ও বিভিন্ন জেলা থেকে ১৮টি কারাতে দলের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় রাজশাহী জেলা দল চ্যাম্পিয়ন ও খুলনা জেলা দল রানার আপ হওয়া গৌরব অর্জন করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি সিহান মোস্তাফিজুর রহমান।