• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন

বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

মাহমুদ সাব্বির / ৭৯ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের কামারখন্দে ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে,উপজেলার ১২টি ব্লকে ২৫ জন কৃষক প্রায় দেড় হাজার বস্তায় আদা চাষ করেছে। প্রতি বস্তায় দুই কেজির ওপরে আদার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে প্রায় তিন হাজার কেজি আদা উৎপাদন হবে।

ফুলজোড় নদীর নুরনগর তালপট্টি চরের কৃষক লিটন আলী সেখ বলেন, আগে আমরা চরের কৃষকরা জমিতে আদা চাষ করেছি। সেখানে প্রতি বিঘায় এক থেকে দেড় মণ আদা উৎপাদন হয়েছে। পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি পরিত্যক্ত ছায়াযুক্ত স্থানেও বস্তায় আদা চাষ করা সম্ভব।

কৃষক লিটন সেখ আরও বলেন, পরিত্যক্ত ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ করায় একদিকে অন্য জমিতে ভিন্ন ফসল ও খালি পড়ে থাকা জায়গায় বস্তায় আদা চাষ করায় বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। পরে একটি পরিত্যক্ত স্থানে ৬০০টি বস্তায় বারি-১ ও বারি-২ জাতের আদা চাষ করেছি। ফলনও বেশ ভালো হয়েছে। বাজারদর ভালো থাকলে খরচ বাদে লক্ষাধিক টাকা লাভ হবে বলে আশা করছি।

কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন জানান, বস্তায় আদা চাষে সফলতা দেখে অনেক কৃষক বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হচ্ছে। ১২টি ব্লকে১ হাজার ২০০টি বস্তায় আদা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রায় ১ হাজার ৫০০টি বস্তায় আদা চাষ হয়েছে। বস্তায় আদা চাষে কৃষকদের নানা পরামর্শের পাশাপাশি সহায়তা প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...