যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম আসাদুল ইসলাম আসাদ (৩৫)। তিনি শহরের খড়কি দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে। শহরের ঝুমঝুমপুরে ভাড়া বাড়িতে বসবাস করতেন তিনি।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, আসাদ শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহর থেকে বাড়ি ফিরছিলেন। ধর্মতলা এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর থেকে তিনি সেখানেই পড়ে ছিলেন। আজ শনিবার ভোর ৬ টার দিকে পথচারীরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১ টার দিকে মারা যান আসাদুল ইসলাম।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ বলেছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি (অফিসার ইনচার্জ) আব্দুর রাজ্জাক বলেন, কারা কী কারণে তাকে হত্যা করেছে তা স্পষ্ট নয়। পুলিশ হত্যাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা করছে।