• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

জনগণ গুম খুনের সরকার চায় না : চরমোনাই পীর

জয়দ্যুতি ডেস্ক / ৭৪ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর চরমোনাই) বলেছেন, জুলুম নির্যাতন অত্যাচারে অতিষ্ঠ জনগণ বিগত দিনের দখলদার, চাঁদাবাজ গুম খুনের সরকার চায় না। শুধু নেতার পরিবর্তন করলে হবে না সাথে নীতির সংষ্কার করতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধ করে কল্যাণকর রাষ্ট্র গঠন করতে হবে। ইসলামী আইন প্রতিষ্ঠা ছাড়া সেই কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয়। আজ শনিবার বিকেল সাড়ে ৪ টায় মুন্সি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল) ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলার আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণকর রাষ্ট্র গঠনে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সভাপতিত্ব করেন জনসভায় যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিম।

মুফতি রেজাউল করিম আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তার দোসররা এখনো নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করতে হবে। জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচার এবং গত ১৬ বছরে সংঘটিত রাজনৈতিক, প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার, দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সব সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার দাবি জানান অন্যান্য বক্তারা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জেলার উপদেষ্টা অধ্যক্ষ নাজমুল হুদা, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, বীর মুক্তিযোদ্ধা ডা. আবু নসর, সহসভাপতি মাওলানা আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সরদার, জেলা সদস্য মাওলানা গোলাম আজম খান, সংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রশিদ, প্রচার-দাওয়াহ বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...