বিএনপি স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরণ ও শ্রদ্ধায় পালনে দিন ব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। আজ সকালে যশোর কারবালায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শান্তনু ইসলাম সুমিত, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম মারুফ, আব্দুস সালাম আজাদ, অ্যাড. আনিচুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে শহরের লালদীঘির পাড় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির মিলাদ মাহফিল, জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে অসচ্ছল মানুষের মধ্যে শুকনা খাবার বিতরণ, জেলা ছাত্রদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি ও জেলা মহিলা দলের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া, পৌর এলাকার বিভিন্ন এলাকায় মৃত্যুবাষির্কীর নানা অনুষ্ঠান চলছে।