শনিবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ঢাকা মেইলের হেড অব নিউজ সিনিয়র সাংবাদিক হারুন জামিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন। বক্তব্য রাখেন কলামিস্ট অধ্যাপক মসিউল আযম, সলুয়া ডিগ্রী কলেজের অধ্যাপক ইকবাল হোসেন বাবলু, ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, ঢাকা মেইলের যশোর প্রতিনিধি ইমরান হোসেন পিংকু, চুড়ামনকাটি প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর কবীর, সিনিয়র নির্বাহী সদস্য হেদায়েত খান, যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন,কেষাধ্যক্ষ মহব্বত আলী, দফতর সম্পাদক তৌহিদ আহম্মেদ ফিট্টু, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুড়ামনকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপি নেতা মাসুদুর রহমান, আবুল কালাম আজাদ, মাস্টার শিমুল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সিনিয়র সাংবাদিক হারুন জামিলকে ফুলেল শুভেচ্ছা জানান।