যশোরের কেশবপুর প্রেসক্লাবের সদস্যদের নিয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান সভায় সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের পরিচালনায় সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, সাবেক সভাপতি অশোক অধিকারী ও আজিজুর রহমান, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, আয়ুব খান, সদস্য কবির হোসেন, দীলিপ মোদক, রুহুল কুদ্দুস, আব্দুল মোমিন, আলমগীর হোসেন প্রমুখ।
সভায় প্রেসক্লাবের উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।