• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

যশোরে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা

জয়দ্যুতি ডেস্ক / ১০০ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী কোতয়ালী আদালতে প্রতারণার মাধ্যমে বিশ্বাস ভঙ্গ ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে কবির হোসেন নামে এক ব্যবসায়ী মামলা করেছেন। তিনি যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকার মৃত ওসমান খন্দকারের ছেলে ও মেসার্স ননীফল ইউনানী ঔষধালয় ও নার্সারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। যার মামলা নাম্বার ৪০৬/৪২০/১০৯/৫০৬(খ) দঃবিঃ ধারা।

মঙ্গলবার সকালে তিনি আদালতে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে তার প্রতিষ্ঠানের সাবেক তিন কর্মচারীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলায় বিবাদি করা হয়েছে তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য নিযুক্ত তিন কর্মচারীকে। তারা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার মালাধরপুর এলাকার মোতালেব খানের ছেলে সাব্বির খান(২২) একই এলাকার শহিদুল ইসলামের ছেলে নেওয়াজ মো. অভি(২০) ও যশোর কোতয়ালী থানাধীন খিতিবদিয়া এলাকার মিজানুর চাকলাদারের ছেলে আকাশ চাকলাদার(২৩)।

মামলায় বাদী অভিযোগ করেছেন যে, আসামীদের মধ্যে প্রথম আসামী সাব্বির খান ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠানের অর্থ পরিচালনা করতেন। দ্বিতীয় আসামী নেওয়াজ মো. অভি সেলসম্যান হিসেবে প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করতেন এবং তৃতীয় আসামী আকাশ চাকলাদার ভিডিও এডিট করে প্রতিষ্ঠানের প্রচারে অংশগ্রহণ করতেন। তারা বিভিন্ন অজুহাতে প্রতিষ্ঠানের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ও অন্য কর্মচারীদের বেতন বাবদ ও ব্যাংকে টাকা জমা রাখার জন্য সর্ব মোট ১৩ লাখ ৮ হাজার টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।

বাদী আরও উল্লেখ করেছেন, তারা একাধিকবার টাকা ফেরতের জন্য যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন। অবশেষে চলতি বছরের ২৫ অক্টোবর অভিযুক্তদের সঙ্গে মীমাংসার চেষ্টা করেন। তবে তারা অপরাধ স্বীকার করেও  মীমাংসার বিষয়টি অস্বীকার করে জানায়, তারা কোনভাবেই টাকা ফেরত দিতে পারবেন না এবং বাদীকে হুমকি দেয়।

এ ঘটনায় বাদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী কোতয়ালী আদালতে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও হুমকি প্রদানের অভিযোগে মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...