• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

কেশবপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

উৎপল দে,কেশবপুর / ১১২ বার দেখা হয়েছে
সর্বশেষ : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, সদস্য দীলিপ মোদক, রুহুল কুদ্দুস প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকেরা কেশবপুরের সমস্যা, সম্ভাবনা তুলে ধরাসহ এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের নিকট আহবান জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুরবাসীর কল্যাণে কাজ করাসহ প্রেসক্লাবের উন্নয়নের পাশাপাশি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...