সিরাজগঞ্জের আন্তঃজেলা ডাকাত দলের একাধিক মামলার আসামসহ ১১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার গভীর রাতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার আদনান মোস্তাফিজের নেতৃত্বে পরিচালিত কামারখন্দ থানা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ ও সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন আঃ রাজ্জাক ওরফে টুটুল (৩৫), হৃদয় শেখ (১৯), আরিফুল ইসলাম (৪২), মোঃ জুলহাস শেখ (৫৮), মোঃ ফারুক ওরফে আমেদ আলী (৩৫), মোঃ মাইনুল ইসলাম (৫৫), মোঃ দুলাল হোসেন (৩২), মোঃ হেলাল মিয়া (৩৯), মোঃ রাশেদুল ইসলাম (২৮) এবং বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনের মামলায় মোহাম্মদ অভিষেক (১৬) আবির আহমেদ ওরফে সায়েম (১৭) আটক করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এখানে আন্তঃজেলা ডাকাত দলের ৯সদস্য রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।