• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

ঘুরে এলাম হংসেশ্বরী কালীমন্দির

উৎপল দে, হুগলী থেকে / ১৫২ বার দেখা হয়েছে
সর্বশেষ : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

প্রিয়নগর থেকে যাত্রা শুরু। উদ্দেশ্য হুগলীর প্রাচীন বিখ্যাত হংসেশ্বরী কালীমন্দিরটি দেখার। চুঁচূড়ার প্রিয়নগর থেকে টটোতে যাত্রা শুরু। ১২ কি:মি: পথ ৪০ মিনিটে পর পৌছে গেলাম।

হংসেশ্বরী কালীমন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়া নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির।
রাজা নৃসিংহদেব ১৭৯৯ খ্রিষ্টাব্দে হংসেশ্বরী কালীমন্দিরের নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর ১৮১৪ খ্রিষ্টাব্দে তার বিধবা পত্নী রাণী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন। এই মন্দিরে তেরোটি রত্ন ও মিনার প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত মন্দিরের গর্ভগৃহের উচ্চতা ৭০ ফুট। গোলাকার বেদীর ওপর পাথরে নির্মিত শায়িত শিব মূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত। দেবীমূর্তি নীলবর্ণা, ত্রিনয়নী, চতুর্ভূজা, খড়্গধারিণী ও নরমুণ্ডধারিণী। এই মন্দিরের পাশেই টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির অবস্থিত। দুটি মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...