কোলকাতার বোড়ালে শুরু হয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস উৎসব । শ্রীপুর যুবক সংঘের আয়োজনে শুভ রাস পূর্ণিমায় সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠান রাধা গোবিন্দ মন্দির শ্রীপুর শ্রীকৃষ্ণ পল্লীতে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন এমএলএ ফিরদৌসি বেগম। রোববার ১৪ খোলের সন্ময়নে সন্ধ্যা আরতী অনুষ্ঠিত হয়।
হাজার হাজার ভক্তের পদচারনায় মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ।
আয়োজক কমিটির নেতা রবীন ভট্টাচার্য বলেন, সপ্তাহব্যাপী রাস উৎসব শুরু হয়েছে বৃহস্পতিবার। মঙ্গলবার মহাভোগের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।