কেশবপুরের পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তৃতা করেন, বিদ্যালয়ের শিক্ষক নয়ন দেবনাথ, সোহেল পারভেজ, সুব্রত চক্রবর্তী, শিক্ষার্থী বিদিশা ব্যানার্জী বিন্দু ও সাব্বির হোসেন। দোয়া মাহফিল পরিচালনা করেন, বিদ্যালয়ের শিক্ষক ইমদাদুল হক।