যশোরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সরকারি মাইকেল মধুসূদন কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল কাদের। কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ জিল্লুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আখতার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের মূখপাত্র ফাহিম আল ফাত্তাহ, যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এম এম কলেজ শাখার আহবায়ক হাসান ইমাম, ভার প্রাপ্ত সদস্য সচিব কামরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামি ছাত্রশিবির এম এম কলেজ শাখার সভাপতি খুবায়েত রহমান, সেক্রেটারী রাসেল ফারহান।
অনুষ্ঠানে শহিদ ইমতিয়াজ আহমেদ জাবের, শহিদ তৌহিদুর রহমান রানা ও শহিদ আব্দুল্লাহর পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শহিদ পরিবারের সদস্যরা বক্তব্য প্রদানের সময় আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন । এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা ও সম্মাননা স্মারক প্রদানের পর ছিল শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সব শেষে এম এম কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের যোহর নামাজের পর জুলাই ২৪ গণ অভ্যুত্থানে আহত ও শহিদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়