গণঅভ্যুত্থানে আহত ৬জনকে দেওয়া হল অনুদ
সিরাজগঞ্জের কামারখন্দে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ৬ জনকে নগদ অর্থ অনুদান দিয়েছে কামারখন্দ উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে উপজেলা সভাকক্ষে গণঅভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের সমন্বয় স্মরণ সভায় এ অনুদান প্রদান করা হয়।এতে সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল।
সভায় সমন্বয় জিয়াউর রহমান সাগর তার বক্তব্যে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের চাকরিসহ সরকারি সব ধরনের সুবিধার দাবি করেন।
কামারখন্দ উপজেলায় গণঅভ্যুত্থানে আহতরা হলেন, সুমাইয়া আক্তার ছোঁয়া, মাহবুবুর রহমান, আব্দুল আলীম,জুবায়ের হাসান জিহাদ,মুসা আহমেদ ও সাগর আলী। এদের প্রত্যেককে ২ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
এসময় কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ইসরাত জাহান, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।