খুলনার দাকোপ হাসপাতালের সেবাগ্রহীতাদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। সেবা পেতে দীর্ঘসময় কাটাতে হয় এখানে। অথচ বহিঃবিভাগের বিশেষ চাহিদা সম্পন্ন বা বয়স্ক সেবাগ্রহীতাদের জন্য নির্ধারিত টয়লেটের পরিবেশ অনুকূলে না থাকায় প্রতিনিয়ত তাদের বিড়ম্বনায় পড়তে হতো। জনস্বার্থে এগিয়ে আসে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক। খুলনা জেলায় বাস্তবায়নাধীন এনসিডি কন্ট্রোল প্রকল্পের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানের অর্থায়নে ও স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি প্রোগ্রামের সার্বিক সহায়তায় দাকোপ হাসপাতাল প্রাঙ্গনে নির্মাণ করে একটি দৃষ্টিনন্দন ওয়াশ কর্ণার।
সোমবার সকালে চার কক্ষবিশিষ্ট ওয়াশ কর্ণারটি ফিতা কেটে উদ্বোধন করেন খুলনা স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাক্তার মোঃ মনজুরুল মুরশিদ। বিশেষ অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন ডাক্তার শেখ সফিকুল ইসলাম, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন, এনসিডি-চার প্রকল্পের পরিচালক তরুন কান্তি হোড়। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুদীপ বালা।
এসময় আরও উপস্থিত ছিলেন ডাক্তার মিনার্ভা রায় ও ডাক্তার ঐত্রি রায়, জিয়াউর রহমান জনি, তকদীরুল আউয়াল, রবিউল ইসলাম, মারুফা খাতুন সহ উক্ত হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। উদ্বোধন শেষে স্থাপনাটি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
ওয়াশ কর্ণারটি তৈরীর ফলে ডায়াবেটিস রোগী যাদের ঘন ঘন টয়লেট ব্যবহার করতে হয় তাদের সহ বিশেষ করে মহিলা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হাসপাতালে স্বাচ্ছন্দ্যে সেবাগ্রহণে উৎসাহী করে তুলবে। একই সাথে অসংক্রামক রোগ (এনসিডি’র) মতো রোগীদের সেবাগ্রহণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সুধীজনেরা।