একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় তায়কোয়ানদো ইউনিয়ন প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচিতে সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহবায়ক রাশেদ খান, যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।
খুলনা বিভাগীয় তায়কোয়ানদো ইউনিয়নের সভাপতি ও বিভাগীয় প্রধান প্রশিক্ষক এস কে ওয়ালিউর রহমান গত ৬ ডিসেম্বর খেলাধুলার পাতায় ‘এবার বিকেএসপির মহাপরিচালকের অপসারণ দাবি’ শিরোনামে দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত হয়। বাংলাদেশ তাইকোয়ান্দো ইউনিয়ন একটি অরাজনৈতিক সেবা ধর্মী এবং বেসরকারি ক্রীড়া সংগঠন। বিকেএসপি একটি সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। বিকেএসপির সাথে বাংলাদেশ তাইকোয়ান্দো ইউনিয়নের কোন সম্পর্ক নেই। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলামের বাংলাদেশ তাইকোয়ান্দো ইউনিয়নের খেলোয়াড়দের নিয়ে আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তি মূলক।
সংগঠনের সাধারণ সম্পাদক ও সহকারী প্রধান প্রশিক্ষক তবিবুর রহমান বলেন , বাংলাদেশে তায়কোয়ানদো খেলা কে দেশের সকল জেলা ও বিভাগে প্রচার ও ডেভেলপ করতে কাজ করছে বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন, তারই ধারাবাহিকতায় ৬-৯ ডিসেম্বর ভিয়েতনামে পুলিশ তায়কোয়ানদো ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এশিয়ান পুলিশ তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে বিকেএসপি এবং বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের আট জন খেলোয়াড়। প্রতিযোগিতায় পাঁচটি রৌপ্য ও দুইটি তাম্র পদক অর্জন করে। যেটা ফেডারেশন এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক খেলায় অর্জন করতে পারে নি। আমাদের লক্ষ্য সারা দেশ থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে সেরা খেলোয়াড় বাছাই করে অলিম্পিক গেমস অংশগ্রহণ এর জন্য তৈরি করা।বিগত দিনের পতিত স্বৈরশাসক এর দোসরদের আমাদের এই ভালো উদ্যোগ, ভালো কাজ গুলোকে করার জন্য মিথ্যাচার করছেন। মূলত বাংলাদেশ তায়কোয়ানদো খেলোয়াড় কল্যাণ সমিতি নামে কোন সংগঠনের অস্তিত্ব নেই। ক্ষমতা হারিয়ে উম্মাদ হয়ে তায়কোয়ানদো উন্নয়ন কে ব্যাহত করতে এমন মিথ্যা ভিত্তিহীন বানোয়াট খবর প্রচার করেছে। আমরা অপপ্রচারকারীদের বিচার ও শাস্তির দাবি জানাচ্ছি।