• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

কেশবপুরে আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপনে প্রশিক্ষণ কর্মশালা

উৎপল দে,কেশবপুর / ২৪ বার দেখা হয়েছে
সর্বশেষ : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

যশোরের কেশবপুরে আর্সেনিক মুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের লক্ষে নলকূপ মিস্ত্রিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা এবং দক্ষ নলকূপ মিস্ত্রী দ্বারা নলকূপ স্থাপন ও পানি পরীক্ষাকরণ বিষয়ক পারস্পরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দুইদিনব্যাপী এ কর্মশালা শেষ হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মফিজুর রহমানের সভাপতিত্বে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও কর্মশালার মডারেটর ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওবি-ইউনিসেফ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইফতেখার আলম এবং সিনিওর হাইড্রোজিওলজিস্ট আনিসুর রহমান রানা। স্বাগত বক্তব্য দেন, প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর ইকবাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইপিআরসির এরিয়া ম্যানেজার মহিদুল ইসলাম। কর্মশালায় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, নলকূপ মিস্ত্রিসহ এ সংশ্লিষ্ট কাজে জড়িতরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...