গভীর শ্রদ্ধা ও স্মরণে যশোরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে শনিবার শহরের চাঁচড়া বদ্ধভূমিতে মানুষের ঢল নামে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এদিন সকাল ৮টা থেকেই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বদ্ধভূমির স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ঊষালগ্নে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) খান মাসুম বিল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা।
এরপর পুলিশ সুপার জিয়া উদ্দীন আহমেদের নেতৃত্বে পুলিশ প্রশাসনসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।