• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

কেশবপুরে ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উৎপল দে,কেশবপুর / ৬১ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

যশোরের কেশবপুরে ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কেশবপুর পাবলিক ময়দানে অনুষ্ঠিত এ খেলার ফাইনালে উপজেলা কিংস একাদশ টিম সুলতান একাদশকে ৩০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন চ্যাম্পিয়ন দল উপজেলা কিংস একাদশকে ৪০ হাজার ও রানার্স আপ টিম সুলতান একাদশকে ২৫ হাজার টাকার প্রাইজমানি এবং ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে উপজেলা কিংস একাদশ পাঁচ উইকেট হারিয়ে ২০২ রান করে। ২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টিপু সুলতান একাদশ আট উইকেট হারিয়ে ১৭২ রান করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...