• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

কোরিয়ান কোচের অধীনে রাজশাহীতে উচ্চতর তায়কোয়ানদো প্রশিক্ষণ শুরু

তবিবুর রহমান / ৯৮ বার দেখা হয়েছে
সর্বশেষ : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

রাজশাহীতে কোরিয়ান আন্তর্জাতিক কোচ মাস্টার জু সাং লি অধীনে তায়কোয়ানদ’র উচ্চতর প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের  উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের সহসভাপতি প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম, বিকেএসপি কোচ ফরমান আলী, বিকেএসপি কোচ ও বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রাশিদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী তায়কোয়ানদো দোজাংয়ের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের সহ সভাপতি  মোজাফফর হোসেন বুলু, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুমিত হাসান।

অনুষ্ঠানে আন্তর্জাতিক কোচ মাস্টার জু সাং লি (কুক্কিয়ন ইন্টারন্যাশনাল ৮ম ড্যান, দক্ষিন কোরিয়া) এর অধীনে বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন দুই শতাধিক প্রশিক্ষনার্থীসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...