সোমবার যশোর জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সূর্যোদয়ের সাথে সাথে বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজয় স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার জিয়াউদ্দীন আহমেদের নেতৃত্বে জেলা পুলিশ। পরে বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান।
সকাল ১০টায় শিশু একাডেমিতে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টাউন হল মাঠে আয়োজিত হয় ক্রীড়া অনুষ্ঠান, গ্রামীণ খেলা ও দিনব্যাপী বিজয় মেলা। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান ও দিনব্যাপী তাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প। এছাড়া বিকেল চারটায় টাউন হল মাঠে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।