• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

উৎপল দে,কেশবপুর / ২২ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

যশোরের কেশবপুরে সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পৃথক উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনি, বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়বেটিস পরীক্ষা এবং স্বাস্থ্য সেবা প্রদানসহ ঔষধ সরবরাহ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সমারোহে বিজয়মেলা, প্রীতি ফুটবল ম্যাচ ও দড়াটানা খেলা এবং শিশু একাডেমির উদ্যোগে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।
দিবসটি উপলক্ষে সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...