• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

যশোরে উদযাপিত হলো আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস

এম আই শোভন / ৪৪ বার দেখা হয়েছে
সর্বশেষ : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

প্রবাসীদের অধিকার, নিরাপত্তা সুরক্ষা ও নিরাপদ অভিবাসনে বর্ণাঢ্য শোভাযাত্রা,  আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং জব ফেয়ারের মাধ্যমে যশোরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। যশোর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস যশোরের উদ্যোগে এ সব কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার সকালে ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।

বেলা ১১ টায় যশোর কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমাদের জনসংখ্যা আমাদের সম্পদ। এই সম্পদের ব্যবহার নিশ্চিত  করতে হবে। এ জন্য দরকার জনগণকে দক্ষ করে গড়ে তোলা। দক্ষ জনগোষ্ঠীর চাহিদা যেমন দেশে তেমন বিদেশেও। যারা কর্মসংস্থানের জন্য বিদেশ যান তাদের নিরাপদ অভিবাসন যেমন আমাদের দায়িত্ব তেমনই দায়িত্ব প্রবাসীদের পরিবার ও তাদের সম্পদের নিরাপত্তা প্রদান করা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন কর্মসংস্থান ও জনশক্তি অফিস যশোরের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান। এ সময় তিনি জানান, গত পাঁচ অর্থ বছরে শুধুমাত্র যশোরের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স  এসেছে ৯০১.৪ মিলিয়ন মার্কিন ডলার। দক্ষ কর্মী পাঠাতে পারলে এই আয়ের পরিমান আরো বহুগুণ হতো।

অন্যান্যেরে মধ্যে বক্তৃতা করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যশোরের অধ্যক্ষ  প্রকৌশলী সাজ্জাদ হোসেন ভূঁঞা, ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হাসান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের জেলা ওয়েলফেয়ার সেন্টার যশোরের সহকারী পরিচালক ফসিউল আলম, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, রাইটস যশোরের প্রজেক্ট ম্যানেজার এস এম আজহারুল ইসলাম, ব্র্যাকের জেলা প্রতিনিধি আলমাসুর রহমান, সলিডারিটি সেন্টার যশোরের সমন্বয়কারী শামসুন্নাহার, খুলনা মুক্তি সেবার যশোরের সমন্বয়কারী জাকিয়া সুলতানা,আমেরিকা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা স্বপ্না খাতুনের বোন ফারাজানা শিশির ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শেখ হারুন আক্তার। সভা সঞ্চালনা করেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আহসান হাবীব পারভেজ।

অনুষ্ঠানের শেষ পর্বে সম্মাননা স্মারক প্রদান করা হয়। যশোরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী নারী হিসেবে আমেরিকা প্রবাসী স্বপ্না খাতুন ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শেখ হারুন আক্তারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রেমিট্যান্স আনয়নে আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে প্রথম ইসলামী ব্যাংক বাংলাদেশ, দ্বিতীয় অগ্রণী ব্যাংক এবং তৃতীয় জনতা ব্যাংককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান রাইটস যশোর, সলিডারিটি সেন্টার, যশোর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, জাস্টিস এন্ড কেয়ার, প্রবাসী কল্যাণ ব্যাংক, ইসলামী ব্যাংক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সম্মাননা স্মারক লাভ করে। এছাড়া প্রবাসীদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের মধ্যে মাহাদী ইবনে মোস্তাফিজুর ও সুমন হোসেনকে আর্থিক সহায়তা এবং প্রবাসী সন্তানদের মধ্যে সাদিয়া আফরিন ও সানোয়ার হোসেনের হাতে শিক্ষা বৃত্তি চেক প্রদান করেন যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম।

দিনব্যাপী কালেক্টরেট চত্বরে চলে জব ফেয়ার। নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান বিষয়ক তথ্য ও সেবা প্রদান করে জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...