• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

যশোরে শীতার্তদের মাঝে ইয়ামাহা রাইডার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

জয়দ্যুতি ডেস্ক / ১৩৯ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

শীত ও কুয়াশায় অস্বচ্ছল শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোর । শুক্রবার  রাতে শহরের রেলস্টেশন, মুজিব সড়ক, মনিহারসহ বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

মানবিক এ উদ্যোগের বিষয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন আলম পিয়াল বলেন, আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে চলেছে সংগঠনটি। প্রতিবারের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ করছেন তারা। এটি কেবল একটি সামাজিক দায়িত্ব পালন নয়, বরং ইয়ামাহা রাইডার্স ক্লাব এর মানবিক মূল্যবোধের প্রতিফলন। তাদের সহযোগিতা করার জন্য তিনি এসিআই  মোটরর্সের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোনের তানভীর সজীব, টেরিটোরি ম্যানেজার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরর্সের ডিলার আবিদ রিফাতকে ধন্যবাদ জানান।

ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের মডারেটর শরীফ বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে ১০০ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছি। আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্র


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...