চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় হার পাওয়ার প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৮০ জন নারীকে নারী ফ্রিল্যান্সার তৈরীর লক্ষ্যে স্কীল ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ দেয়া হয়েছে। গোমস্তাপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এ প্রশিক্ষণ বাস্তবায়ন করে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজতি সমাপনী অনুষ্ঠানে ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন ’ শীর্ষক কর্মসূচির আওতায় দ্বিতীয় পর্বে প্রশিক্ষিত ৮০ জন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে প্রতিটি নারীকে একটি করে ল্যাপটপ ও যাতায়াতের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা প্রশিক্ষণার্থীদের এই সুযোগগুলো সর্বোত্তমভাবে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নারীদের ক্ষমতায়নে প্রযুক্তির ব্যবহারই ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এই উদ্যোগ নারীদের ফ্রিল্যান্সিং কর্মজীবনে প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রাথমিক প্রস্তুতি এবং সরঞ্জাম নিশ্চিত করেছে। অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের আরও উন্নত সুযোগ কাজে লাগিয়ে দেশ ও সমাজের জন্য ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রোগ্রামার জাহিদুল ইসলাম, রাইজ আপ ল্যাব ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ম্যানেজার, আশরাফুল আলম, হুজরাপুর মডেল হাই স্কুল প্রধান শিক্ষক, রফিকুল ইসলাম, ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং শিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষনার্থী ৮০ জন নারী উপস্থিত ছিলেন।