বাংলাদেশ তাইকোয়ান্দো ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে) তিন দিনব্যাপী তাইকোয়ান্দো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড ইকোনমিক্স এর ডক্টর খালেদ শুকরান। বিশেষ অতিথি ছিলেন বি টি ইউ এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার একেএম রফিকুল ইসলাম , কুমিল্লা বি আই আর ডি এসের এক্স ডিরেক্টর মোঃ আব্দুল মান্নান, মর্ডান হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডঃ মোঃ বখতিয়ার এবং বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান মনি। সভাপতিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ান্দো ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিম।
প্রতিযোগিতা পরিচালনা করেন কোরিয়ান কোচ গ্রান্ড মাস্টার জু সাং লি এবং বি কে এস পি কোচ রাশেদুল হাসান। প্রতিযোগিতায় ২০ জেলা ও বিকেএসপির মোট তিনশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। বিকেএসপি চ্যাম্পিয়ন ও রাজশাহী বিভাগ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
যশোর জেলা তায়কোয়ান্দো দলের ৭ খেলোয়াড় অংশগ্রহণ করে ১১ পদক অর্জন করে। যশোর তায়কোয়ান্দো ক্লাবের সহকারী প্রধান প্রশিক্ষক মোঃ তবিবুর রহমান ১ টি স্বর্ণ, তাকিয়া রহমান ১ টি রৌপ্য ও ১ তাম্র, আনিসা রহমান তনু ২ টি তাম্র, সুমাইয়া খাতুন ১ টি রৌপ্য ও ১ তাম্র, ওসমান হারুন ১ টি রৌপ্য ও ১ তাম্র, নাইমুর রহমান শুভ ১ টি রৌপ্য এবং তানভীর হাসান ১টি তাম্রপদক অর্জন করে।
যশোর তায়কোয়ান্দো দলের কোচের দায়িত্ব পালন করেন পাতিবিলা হাজী শাহজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খুলনা বিভাগীয় তায়কোয়ান্দো প্রধান প্রশিক্ষক শেখ মোঃ ওয়ালিউর রহমান।