যশোরের কেশবপুরে বৌমা-শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসানপুর ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওই সমাবেশের আয়োজন করা হয়।
যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের সহধর্মিনী রেহেনা আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী, উপজেলা মহিলা দল নেত্রী নুরুন্নাহার নূরী ও রুবিয়া খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকর।
সমাবেশে এলাকার শতাধিক বৌমা ও শাশুড়ির উপস্থিতি মিলন মেলায় রূপ নেয়। সমাবেশে ১০১ জন বৌমা ও শাশুড়িকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে শাড়ী উপহার দেওয়া হয়। বৌমা ও শাশুড়ির ভেতর আরও বেশি ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য এমন ব্যতিক্রমী ‘বৌমা-শাশুড়ি’ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।