• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

সরকার আমানতকারীদের পাশে থাকবে : গভর্নর

জয়দ্যুতি ডেস্ক / ১৪৬ বার দেখা হয়েছে
সর্বশেষ : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংক খাত থেকে বিভিন্নভাবে বড় ধরনের অর্থ পাচার হয়ে গেছে। মূলত সাত-আটটি ব্যাংক থেকে এই অর্থ বের হয়েছে। ফলে এসব ব্যাংক তারল্যসংকটে পড়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক আগের মতো টাকা ছাপিয়ে এসব ব্যাংককে দেবে না। তাতে দুই লাখ কোটি টাকা ছাপাতে হবে। এতে মূল্যস্ফীতি, ডলারের দাম—সবকিছু ঊর্ধ্বমুখী হয়ে যাবে।

আহসান এইচ মনসুর বলেন, আমরা তারল্যসংকটে পড়া ব্যাংকগুলোকে সীমিত আকারে টাকা দেওয়ার চেষ্টা করছি। এসব ব্যাংক অন্য ব্যাংক থেকে টাকা আমানত হিসেবে পাবে। বাংলাদেশ ব্যাংক এ ক্ষেত্রে নিশ্চয়তা (গ্যারান্টি) দেবে। তিনি আরও বলেন, সাত-আটটি ব্যাংকে সমস্যা থাকলেও পুরো ব্যাংকিং কার্যক্রমে কোনো সমস্যা হচ্ছে না। স্বাভাবিক কার্যক্রম চলছে। সমস্যায় পড়া ব্যাংকের আমানতকারীদের রক্ষা করা হবে।

সমস্যায় পড়া ব্যাংকগুলোর আমানতকারীদের স্বার্থ বাংলাদেশ ব্যাংক দেখছে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, এসব ব্যাংকের আমানতকারীদের পাশে সরকার আছে। ব্যাংকগুলোর অবস্থা উন্নয়নে এগুলোর পর্ষদে পরিবর্তন আনা হয়েছে।

বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সভা শেষে গভর্নর সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় আমানতকারীদের ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...