• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন

শহীদদের স্মরণে কৃষ্ণকলির গান

জয়দ্যুতি ডেস্ক / ৭০ বার দেখা হয়েছে
সর্বশেষ : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

২০২৪ এর এই অভ্যুত্থান, ছাত্র জনতার অনেক রক্তের বিনিময়ে পাওয়া। অনেক বছরের দমবন্ধ ঘুমোট হাওয়া বদলের আশায় এত প্রাণ বিসর্জন। সম্মানের, ভালোবাসাময় এক দেশ, এক পৃথিবী দেখার আশা আমাদের সাধারণ জনমনে। এই গান সেই স্বপ্ন ধারন করেন যাঁরা তাঁদের প্রতি, সকল কালের স্বপ্নদর্শী সকল শহীদের প্রতি এমনটাই লেখা ইউটিউবে গানটি প্রকাশের ট্যাগলাইনে।

`ভালোবাসি ভালোবাসি বলে’শিরোনামের গানটি সোমবার রাতে ইউটিউবে প্রকাশ করা হয় এই গানের কথা লেখা ও সুর করার পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন কৃষ্ণকলি। লিড গিটারে আছেন আহনাফ খান অনিক, রিদম গিটারে অর্ক সুমন, ড্রামসে সুদীপ্ত বর্ধন শুভ। ভিডিও এডিট করেছেন পার্থ সারথি মোদক।

সকল কালের স্বপ্নদর্শী সকল শহীদের স্মরণ করে নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী কৃষ্ণকলি ও তার দল। শ্রেণী লিঙ্গ জাতি বর্ণ ধর্ম বৈষম্যের অবসানের মধ্যদিয়ে ভালোবাসার বার্তা দেওয়া হয়েছে গানটিতে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...