খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মুহাম্মদ মাছুদ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ বৃহস্পতিবার এ নিয়োগের কথা জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক মুহাম্মদ মাছুদকে সাময়িকভাবে কুয়েটের উপাচার্য পদে পাঁচ শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।