কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পাঁচটি ইউনিয়নে জন্ম মৃত্যু নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে জন্ম মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ৪ সেপ্টেম্বর ০৫.৪২.১৯৮৭.০০০.৩৩.০২৭.২৪-৯০০ নম্বর স্মারকে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকারিয়া পেরিয়া ইউনিয়ন পরিষদ, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত হোসেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উত্তম কুমার পাল জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদ এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার জসিম উদ্দীন মজুমদারকে দৌলখাঁড় ইউনিয়ন পরিষদের জন্ম মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করা হয়েছে। পুনরাদেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত কর্মকর্তাগণ নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।