• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক ‘শহীদি মার্চ’ পালন

জয়দ্যুতি ডেস্ক / ২১০ বার দেখা হয়েছে
সর্বশেষ : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরে পৃথকভাবে ‘শহীদি মার্চ’ পালন করেছে। শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালিত হয়েছে।

বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের জেসিনা মূর্শীদ প্রাপ্তি, মাসুম বিল্লাহ, নূর ইসলামের নেতৃত্বে প্রেসক্লাব যশোরের সামনে জড়ো হন যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী। এরপর সেখান থেকে শুরু হওয়া ‘শহীদি মার্চ’ যশোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এদিকে বিকেল ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী মিছিল বের করে। মিছিল শহরের সিভিল কোর্ট মোড়, প্রেসক্লাব, চৌরাস্তা, দড়াটানা হয়ে আবার শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উভয় গ্রুপের সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের তালিকা তৈরি, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...