• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

জয়দ্যুতি ডেস্ক / ১৩১ বার দেখা হয়েছে
সর্বশেষ : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১২-এর সদস্যরা। আটক তমাল সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে, সাবেক এমপি গালিবুর রহমান শরীফের ছোট ভাই।

শুক্রবার ভোরে শহরের আলোবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগজিন, গুলি, ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার করে আজ শুক্রবার সকালে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তমালকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...